বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক: আখাউড়া: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোকারিদের বিরুদ্ধে কঠোর থাকার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ছমিউদ্দিন। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করেন।
ওসি বলেন, ‘বিশেষ করে ফেসবুকে গুজব ছড়িয়ে নানাভাবে সমাজে বিশৃংখলা সৃষ্টি করা হয়। আখাউড়াতে যদি কেউ এমন করে তাহলে আমাকে জানাবেন। তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গুজব রটনাকারি যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।’
ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ের সময় আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভুইয়া ছাড়াও সাংবাদিক জুটন বনিক, রাকিবুল ইসলাম, বিশ্বজিৎ পাল বাবু, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, জহিরুল ইলাম সাগর, জালাল হোসেন মামুন উপস্থিত ছিলেন। সাংবাদিকরা এ সময় আখাউড়ায় বেড়ে যাওয়া চুরি, মাদকের বিস্তার, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হওয়াসহ বিভিন্ন বিষয়ে ওসিকে অবগত করেন।
ওসি ছমিউদ্দিন বলেন, ‘পেশাদারিত্বের জায়গা থেকে তিনি আখাউড়াবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন। কোনো পুলিশ বা আমিও যদি কোথাও কোনো ভুল করে থাকি সেটা নিয়ে আপনারা গঠনমূলক লেখা লিখবেন। কিন্তু কিছু ঘটলেই উদ্দেশ্যমূলকভাবে খন্ডিত করে ফেসবুকে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকলে সবার জন্য মঙ্গল।’