• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১৪:৫১ অপরাহ্ণ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল আহসান জিহাদ (২১) টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে কলেজ শিক্ষার্থী জাহিদুল আহসান তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি রকেটের মধ্যমে জমা দেয়ার জন্য কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে ৪-৫ জন ছিনতাইকারী কলেজ শিক্ষার্থী জাহিদুল তার বন্ধু রহমান ও আরিফ হোসেনের গতিরোধ করে।