• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ, 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অপেক্ষায় গোটা দেশ। জনগণের ভোটে কোন দল বসবে ক্ষমতায়, কে হবেন নতুন সরকারপ্রধান, এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। আলোচনাও তুঙ্গে। কারও মতে বিএনপি যাবে এবার রাষ্ট্র ক্ষমতায়, কারও ভবিষ্যদ্বাণী জামায়াতে ইসলামীর দিকে।

তবে বড় দল এবং একাধিকবার দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় পাল্লা ভারী শহীদ বিএনপিরই। এই দলটি জিতলে কে হবেন দেশের প্রধানমন্ত্রী, এই আলোচনা দেশজুড়ে। অবশেষে সে কথাই জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি বাংলাদেশ সংবাদসংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এই রাজনীতিক জানান, বিএনপি আগামীতে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বরাবরের মতো বেগম খালেদা জিয়াই, যদি তিনি সুস্থ থাকেন। তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে দলের ভেতর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।

এছাড়া ওই সাক্ষাৎকারে পিআর পদ্ধতির নির্বাচন এবং জোট গঠনসহ নানা প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব।

পাঠকদের জন্য মির্জা ফখরুলের সেই সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো- সম্প্রতি প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে আপনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন।