ডেক্স নিউজ,
জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন ‘‘ভুল’’ ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন, জাতিসংঘ প্রতিবেদনে ১৪০০জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ৮০০জন নিহতের কথা বলেছেন।
দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনূস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন।
জয় বলেন, নির্বাচনে কোন দলকে বাদ দেওয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন।