• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হওয়ার খবর জানালেন জেমস

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫, ২৩:২৫ অপরাহ্ণ
বাবা হওয়ার খবর জানালেন জেমস
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী নামিয়া আমিন।

গত জুনে জেমস-নামিয়ার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। তার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
গায়কের বিয়ের খবর জানানোর পাশাপাশি বাবার হওয়ার খবর নিশ্চিত করেছেন জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর।

বাবার হওয়ার অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে জেমস বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।
জানা গেছে, দু’জনের বোঝাপড়াটা দারুণ। নামিয়ার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।