• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দেশব্যাপী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ণ
জাতীয় নিরাপদ সড়ক দিবসে দেশব্যাপী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

প্রতিবেদকঃ মোঃ আনোয়ার হোসেন

আজ ২২ অক্টোবর (বুধবার) দুপুর ৩টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে দেশব্যাপী বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

লিটন এরশাদের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সাইক্লিং সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।

৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, যা রোধে সবার সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ জরুরি।

বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস বলেন
দেশের সাইক্লিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে আলাদা সাইকেল লেন তৈরি করা এখন সময়ের দাবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সভাপতি তৌহিদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, নিরাপদ সড়কের জন্য সকলের সচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।