• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ১৯:৪৫ অপরাহ্ণ
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, মস্কোর শান্তি প্রক্রিয়ায় আন্তরিক অঙ্গীকারের অভাব।

বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞা রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েল এর ওপর আরোপিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “এখন হত্যাযজ্ঞ বন্ধ করার এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার সময়।”। তিনি বলেন, “প্রয়োজনে ট্রেজারি আরও পদক্ষেপ নিতে প্রস্তুত, প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন জানাতে। আমরা আমাদের মিত্রদের আহ্বান জানাচ্ছি এই নিষেধাজ্ঞায় যোগ দিতে এবং তা মেনে চলতে।”

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার জ্বালানি খাতে কার্যক্রম পরিচালনার কারণে লুকঅয়েল ও রসনেফটের ৩৪টি সহযোগী প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।