মোঃ সেলিম উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি: বাংলার ঘরে ঘরে রবিউল ইসলাম নয়নের মতো মানুষের জন্ম হোক শত শত– বেঁচে থাকুক নয়নের আদর্শ ও দায়িত্ব।
#আছিয়ার ধ*র্ষণের খবর পাওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি থেকে শুরু করে পুরো সময়টা ধরেই সব কিছু তদারকি করেছেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই। আজকে আসিফ, নাহিদ, হাসনাত অথবা -সারজিস’রা হলে প্রসংশায় ভাসতো। কিন্তু রবিউল ইসলাম নয়ন ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি কিন্তু ভিন্ন —
নয়ন ভাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের সেবা করার মন থাকলেই অনেক কিছু করা যায়। তিনি শুধু আছিয়ার সেবা নয় অভিভাবকের মতো পুরো পরিবারের দায়িত্ব পালন করেছেন ঠিক এই সময়টাতে যা যা করার দরকার সেটাই তিনি করেছেন। এখানেই শেষ নয় ধ*র্ষ*কদের বিচারের দাবিতে সরব ছিলেন তিনি। এবং আছিয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন নয়ন ভাইয়ের মাধ্যমে। এমন মানুষের প্রশংসার কথা মনে হয় আমরা কিছু সময় ভুলে ছিলাম।
আজ অনেক মিডিয়া কিন্তু নয়ন ভাইকে নিয়ে বেশ আলোচনা করেছেন। তবে দেশের কিছু ভিন্ন রাজনৈতিক আদর্শের নেতাকর্মীরা নয়ন ভাইকে নিয়ে তেমনটা পজেটিভ আলোচনা করিনি কেনো সেটা আমার জানা নেই— তবে হয়তো তারা ভালো মন্দ ভুলে গেছে কিছু সময়ের জন্য –তবে, বলতে চায়, এদেশের রাজনীতিবিদদের নিয়ে আমরা অনেক সমালোচনা করি কিন্তু আমরাই আবার ভালো রাজনীতিবিদ তৈরি হতে বাধাগ্রস্থ করি। যেটার আলোচনা আমরা হয়তো ইতিমধ্যেই করেছি।
তবে, একটা কথা কিন্তু সত্যি, ভালো রাজনীতিবীদ তৈরিতে আমরাই বাধা দেই! কারণ আমরা একে অপরের ভালো গুণাবলী নিতে পারি না।
সর্বোপরি এমন মানুষের প্রশংসা না করেই পারলাম না। মহান রাব্বুল আলামীনের কাছে নয়ন ভাইয়ের জন্য প্রার্থনা থাকবে। রবিউল ইসলাম নয়ন ভাইয়ের এমন মানবিকতা দেখে আমার তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দ্বিগুণ হারে বেড়েছে।
#রবিউল #ইসলাম #নয়ন #ভাইকে #আন্তরিক #ধন্যবাদ #জ্ঞাপন #করছি”।