• ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নিঝুম দ্বীপে বজ্রপাতে শিশুর মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৭:৩৬ অপরাহ্ণ
নিঝুম দ্বীপে বজ্রপাতে শিশুর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ ঘটনা ঘটে। সুমি একই ওয়ার্ডের মো. ইউসুফের মেয়ে।

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।

 

নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান বলেন, নিহতের বাবা পেশায় দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।