ডেক্স নিউজ,
দেশে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের চূড়ান্ত আপিল শুনানির জন্য আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন।
এদিনও শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
এর আগে গেল বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী।