ডেক্স নিউজ,
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আতঙ্ক তৈরি করতে রাজধানীতে নাশকতার ছক আঁকছে নিষিদ্ধ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলা ইউনিটের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি পূর্ব রাজাবাজারে ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে ধরা পড়া পিরোজপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এই গ্রুপটিকে অর্থের জোগান দিচ্ছে সাবেক মন্ত্রীর ছোট ভাই। তবে নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে, নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর ফার্মগেটে তিন মোটরসাইকেল আরোহী গত ১২ অক্টোবর রাতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধাওয়া দেয় পুলিশ। রাজধানীর পূর্ব রাজাবাজারের গলিতে পালানোর চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। তখন আবারও ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে তারা।
এর ঘণ্টা খানেক আগেও ফার্মগেটে কমিশনার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ মাসে রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বলছেন, ব্যস্ত শহরের মধ্যে হঠাৎ হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে পথচারী ও যাত্রীদের মধ্যে ভয় তৈরি হওয়া স্বাভাবিক, এবং এর ফলে মানুষের চলাচলে উদ্বেগ বেড়ে গেছে।