• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক পর্ন সাইটের শীর্ষে উঠে আসা বাংলাদেশি দম্পতি আটক

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১৫:১৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক পর্ন সাইটের শীর্ষে উঠে আসা বাংলাদেশি দম্পতি আটক
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স,
বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, ওই দম্পতি বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে নিয়মিত ভিডিও কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নোগ্রাফিক সাইটগুলোর মধ্যে দ্রুতই শীর্ষস্থানে উঠে আসে।

তদন্তে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই এসব ভিডিও ধারণ, সম্পাদনা ও অনলাইনে প্রচার করতেন। এই কাজের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ আয় করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।