আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে পূর্ব পয়লা গ্রামে হযরত শাহ কছিম উদ্দিন আহমদ ওয়ায়েছি ( রঃ ) এর দরবার শরীফে শনিবার ( ৮ জুন ) বাদ যোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহ মোঃ নিজাম উদ্দিন আল ওয়ায়েছির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- হযরত শাহ এস এম বাহরাইন আল ওয়ায়েছি, হযরত শাহ রফিকুল ইসলাম আল ওয়ায়েছি, শাহ্ হারুন চিশতী ওয়ায়েছি।
মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- মোঃ জহিরুল আল ওয়ায়েছি, মো: আশরাফুল আলম আল ওয়ায়েছি, এডভোকেট মোঃ আব্দুল গনি শিকদার, ডাক্তার মো: রকিবুল ইসলাম রাকিব, মোঃ খোরশেদ আলম, মোঃ সাইফুল ইসলাম আল ওয়ায়েছি, তানভীর মাহমুদ আবির প্রমূখ।