ডেক্স নিউজ,
রাজধানীর উত্তরা আজমপুরে আতিকুল ইসলামের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় আতিকের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা আজমপুরে আতিকুল ইসলামের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এর আগে, আন্দোলনের সময় আতিকুল ইসলাম পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে তার ডান হাত হারান।
সর্বশেষ শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের সামনে চলমান আন্দোলনে অংশগ্রহণকালে তিনি আবারও আহত হন।