• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসসহ প্রধান শহরগুলোতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

কিছু মার্কিন রাজ্য জাতীয় গার্ড মোতায়েন করেছিল, তবে আয়োজকরা জানান, এই প্রদর্শনীগুলো শান্তিপূর্ণ ছিল। গত জানুয়ারিতে, হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প নির্বাহী আদেশ ব্যবহার করে বিভিন্ন ফেডারেল সরকারী দফতর ভেঙে দিয়েছে এবং প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বিস্তৃত করেছেন।

বিক্ষোভে অংশ নেয়া নাগরিকরা বলেন, তারা ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র নীতি, স্বাস্থ্যসেবা হ্রাস এবং অভিবাসন নীতি নিয়ে উদ্বিগ্ন। নিউ জার্সির ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মাসিমো মাসকোলি বলেন, ‘আমরা সরকারের ওপর নির্ভর করতে পারি না, তাই আমরা লড়ছি।’

প্রদর্শনীতে ডেমোক্র্যাটিক রাজনীতিবিদরাও অংশগ্রহণ করেছেন। সিনেটের মাইনরিটি লিডার চ্যাক শুমার লিখেছেন, ‘আমাদের দেশে কোনো স্বৈরশাসক নেই। আমরা ট্রাম্পকে আমাদের গণতন্ত্র ক্ষুণ্ণ করতে দেব না।’