• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের আজকের বাজারদর

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ণ
স্বর্ণের আজকের বাজারদর
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সবশেষ গত মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড।

বাজুস সর্বশেষ ভরিতে দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর

২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
২১ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা।
১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা।
সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।
এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

এ নিয়ে চলতি বছর মোট ৬৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৭ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।