• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লাইওভার থেকে ১৪০ নাট-বোল্ট চুরি, জড়িত মাদকসেবীরা

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ণ
ফ্লাইওভার থেকে ১৪০ নাট-বোল্ট চুরি, জড়িত মাদকসেবীরা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ, 

চট্টগ্রাম: নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের স্টিল গার্ডার থেকে অন্তত ১৪০টি নাট-বোল্ট ও ৫৩টি ওয়াশার খুলে নিয়েছে মাদকাসক্তরা। এমন তথ্য উঠে এসেছে সিটি করপোরেশনের তদন্তে।

এতে ফ্লাইওভারটির কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভারের দ্বিতীয় গেট এলাকায় নাট-বোল্ট চুরি হয়েছে, যা কাঠামোর স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ।
কমিটি দ্রুত নতুন নাট-বোল্ট সংযোজন, নিয়মিত পরিদর্শন ও মাদকাসক্তদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে।
চসিকের নির্বাহী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক।

মাদকাসক্তদের একটি চক্র এ কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নতুন নাট-বোল্ট স্থাপন ও কাঁটাতার দেওয়া হয়েছে।
বাকি সুপারিশগুলো বাস্তবায়নের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।ঞ
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ২ নম্বর গেট এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।