• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এক ধাক্কায় ২ লাখের নিচে ২১ ক্যারেট স্বর্ণের ভরি, আজ কার্যকর

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ণ
এক ধাক্কায় ২ লাখের নিচে ২১ ক্যারেট স্বর্ণের ভরি, আজ কার্যকর
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে আট হাজার তিনশ ৮২ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৯৯৫ টাকা। একইসঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।