• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া থানা পুলিশের অভিযানে আটক ৯

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১৯:৩১ অপরাহ্ণ
আখাউড়া থানা পুলিশের অভিযানে আটক ৯

আখাউড়া থানা পুলিশের অভিযানে আটক ৯

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ বিশেষ ৯ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আবুল হাসিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আখাউড়া থানা পুলিশের ভিন্ন ভিন্ন অভিযানে পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃতঃ আউয়াল মিয়ার স্ত্রী রোশনারা বেগম, আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত হামদু মেয়ের ছেলে সোহেল মিয়া, আখাউড়া উত্তর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোহাম্মদ শামীম এর ছেলে আরিফ মিয়া, আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের রিপন মিয়ার স্ত্রী রুমা আক্তার, আখড়া মনিয়ন্ধ ইউনিয়নের রফিকুল ইসলাম এর ছেলে আবুল বাশার, মনিয়ন্ধ ইউনিয়নের মৃত অলেক মিয়ার ছেলে রফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলার জাবেদ এর ছেলে আলম, ভবানীপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ের তিশা আক্তার, ময়মনসিংহ জেলার ছোট শুনোই গ্রামের আলকাছ মিয়ার মেয়ে শান্তা, আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের হামদু মিয়ার ছেলে সোহেল মিয়া।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত ৯ জন আসামিকে অদ্য ২৯ নভেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের সোপর্দ করা হয়। আখাউড়া থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।