ডেক্স নিউজ,
জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে উঠতেই বদলে গেছে লাল-সবুজের রঙ। শক্তিশালী হংকংয়ের বিপক্ষে এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত হয়ে যায় আন্ডারডগ। তবু ভালো খেলেও হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচ হতাশার সমতায় শেষ হয়েছে
নেপালের বিপক্ষে জেতা ম্যাচ হয়েছে সমতা। হতাশার ওই বৃত্ত ভেঙে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোর কীর্তি গড়েছে।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল এফসি এশিয়ান কাপের বাছাইপর্বের। দুই দলেরই মূল পর্বের আশা আগেই শেষ হয়েছে। তবু ভারতের বিপক্ষে ম্যাচে উচ্ছ্বাসের কমতি ছিল না। ম্যাচটা নিয়মরক্ষার হলেও লড়াই যে মর্যাদার। হামজাদের সমর্থন দিতে গ্রুপ পর্বের শেষ এই ম্যাচেও তাই গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।