• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে খেলতে পারবেন না মুস্তাফিজুর

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
আইপিএলে খেলতে পারবেন না মুস্তাফিজুর
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। এর মাঝেই আইপিএল ২০২৬-এর মিনি নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটাই এবারের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি দল পেয়েছেন।

নিলামের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক এবং কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন যে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআরকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। উজ্জয়িনের কিছু ধর্মীয় নেতা এমনকি ম্যাচে পিচ আক্রমণের হুমকিও দিয়েছেন। কেকেআর মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনা করা হয়েছে।