ডেক্স নিউজ,
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড দেশের ই-কমার্স ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিপুল ক্ষতির কারণ হয়েছে। বিমা না থাকায় তাদের অনেকের ক্ষতিপূরণ প্রাপ্তি নেই বললেই চলে। তাদের দাবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, দ্রুত তদন্ত ও বিকল্প কার্গো স্থাপন ব্যাবসায়িক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।
গত ১৮ অক্টোবর দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেন। সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় পায়ার সার্ভিস।
ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।