ডেক্স নিউজ,
ইসরায়েলের ধারাবাহিক হামলায় প্রায় ৮০ শতাংশ ভবন ধ্বংস হয়ে যাওয়া গাজা পুনর্গঠনে প্রায় ৫০ বিলিয়ন ডলার খরচ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
আমেরিকান সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘খরচের আনুমানিক হিসাব ৫০ বিলিয়ন ডলার। হয়তো কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, ওই অঞ্চলের জন্য এই পরিমাণ অর্থ তেমন বড় কিছু নয়। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো চাইলে সহজেই এই অর্থ সংগ্রহ করতে পারবে।’
আরো পড়ুন
মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার অবকাঠামো ধ্বংসের দায় যেহেতু ইসরায়েলের, তাই পুনর্গঠনের ব্যয়ও তাদেরই বহন করা উচিত।