• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ সেনাকর্মকর্তাকে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের তারিখ

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ণ
১৫ সেনাকর্মকর্তাকে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের তারিখ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ

  • গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনাকর্মকর্তাকে বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনালে হাজিরের তারিখ রয়েছে। এদিকে, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেছেন, জুলাই আন্দোলনে ১৪শ’ মানুষকে হত্যার নির্দেশ দেননি শেখ হাসিনা।
    মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই আগষ্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তিনি সেগুলো খণ্ডন করে তার যুক্তি উপস্থাপন করেন। আদালতের সময় শেষ হওয়ায় পরে বুধবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এদিকে, কাল সেনাকর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে কি না সে বিষয়ে প্রসিকিউশনের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় ৮ অক্টোবর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ২২ অক্টোবর হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে ১৫ জন কর্মরত ও আটজন সাবেক সেনাকর্মকর্তা।