• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যাত্রীবোঝাই বাসে বোমা হামলা ইসরাইলের

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ২৩:৪৯ অপরাহ্ণ
গাজায় যাত্রীবোঝাই বাসে বোমা হামলা ইসরাইলের
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ, 

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। আজ শুক্রবার (১৭ অক্টোবর) গাজা সিটির দক্ষিণে জায়তুন এলাকার সালাহ আল-দিন স্ট্রিটের কাছে যাত্রীবোঝাই একটি বাসে বোমাবর্ষণ করা হয়েছে। এতে যাত্রীরা হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

হামলার পর তারা একজন কিশোরকে আহত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করতে পেরেছে। তবে ওই এলাকা বিপজ্জনক হওয়ায় বাকিদের উদ্ধার করা যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেচে তা অজানা।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজা ও মিশরের সাথে সংযোগকারী রাফাহ ক্রসিংটি খুলে দেয়ার জন্য ইসরাইলকে চাপ দিতে মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার ক্ষেত্রে ইসরাইলের বাধার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন: গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তানসহ তিন দেশ

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলের হামলা থেমে নেই। এসব হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। সেই সঙ্গে মিশরের সঙ্গে গাজার সীমান্তের রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরাইলের সামরিক বাহিনী। তারা বাকি জিম্মিদের মরদেহ ফেরত দেয়ার জন্য চাপ দিচ্ছে।